Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অর্জনসমূহ

উপজেলা তথ্যকেন্দ্র মতলব উত্তর, চাঁদপুরে মে/২০১৯ থেকে মার্চ/২০২৪খ্রি. পর্যন্ত গ্রামীণ সুবিধা বঞ্চিত, কম সুবিধাপ্রাপ্ত, অসহায় ও দুস্থ নারীদের তথ্যযোগাযোগ প্রযুক্তিতে ক্ষমতায়ন করা হয়েছে সর্বোমোট =৪৬৫৪৮ জন নারীকে। তম্মধ্যে তথ্যকেন্দ্রে বসে অর্থাৎ অফিসে আগত নারীদের সেবা প্রদান করা হয়েছে মোট=৭২১৬জনকে। ডোর টু ডোরের মাধ্যমে অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে সেবা প্রদান করা হয়েছে মোট=৩৪৪৩২জন নারীকে। এবং (১০২ টি) উঠান বৈঠকের মাধ্যমে ৪৯০০জন নারীকে প্রশিক্ষন প্রদান করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে মোট=১৩৯৮৫জন নারীকে। 

এছাড়াও মার্চ/২০২১ থেকে ফেব্রুয়ারী/২০২৪ পর্যন্ত সরকার কর্তৃক তৈরীকৃত ‘‘লাল সবুজ ডট কমে’’ ব্যবসা করতে উদ্যোগী গ্রামীন নারীদের নিবন্ধন করা হয়েছে মোট =৯২ জনকে।